 
		
	ঢাকা, খুলনা, যশোর, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়াতপুরসহ দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানের করোনায় আক্রান্ত এলাকা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা এসে অবস্থান করা ব্যক্তিদের মধ্যে কেহই হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানছেনা। তারা পাড়া-মহলার দোকানপাটসহ হাট-বাজারে ঘোরাফেরা করছে কোন বাঁধা ছাড়াই। এমনকি জনাসমাগম এলাকাগুলো ছাড়াও আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়ানোর খবরও পাওয়া যাচ্ছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন সড়কে অটোভ্যান, ইজিবাইক ও মটর সাইকেলও চলাচল করে। ইতোমধ্যে জেলা সদরে দু’জন, ভান্ডারিয়া একজন ও মঠবাড়িয়ায় একজনসহ পিরোজপুর মোট ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় নাজিরপুর উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, ওই সব ব্যক্তিদের শৃংখলার মধ্যে আনা এবং হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দায়সারা ভাবে কাজ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশাসনের পক্ষ থেকে তাদের হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করাসহ না মানলে প্রশাসনকে অবগত করার নির্দেশনা রয়েছে। তারপরেও অজ্ঞাত কারণে এ বিষয়ে জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন, স্থানীয় গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও চেয়ারম্যানগণ মিলে কিছুটা কঠোর ভুমিকা রাখলেই বিষয়টি নিশ্চিত করা সম্ভব কিন্তু ভোট বা ভোটারের হিসেব মিলাতে গিয়ে তারা সেই ভুমিকা টুকু রাখছেন না। আর প্রশাসনের পক্ষ থেকে দাবী করা হচ্ছে জনবল কম থাকার পাশাপাশি করোনা পরিস্থিতি রোধ ও আক্রান্ত নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা সৃষ্টি, জনসমাগমরোধসহ বাজার মনিটরিং ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে তাদের দিন-রাত কাজ করতে হচ্ছে। এসব কারণে তাদের পক্ষেও উপজেলার ৯টি ইউনিয়নে হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করা অনেক কঠিন। তার পরেও তারা চেষ্টায় কোন ত্রুটি করছেন না।