পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম ও বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির চেয়ারম্যান, করোনা দূর্যোগে সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তার ব্যাক্তিগত তহবিল থেকে পিরোজপুরের ৫৬ আইনজীবী ও ২০ আইনজীবী সহকারীকে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। গত ১৫ এপ্রিল বুধবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মন্ত্রী শ.ম রেজাউল করিমের পক্ষে এ অনুদানের টাকা বিতরণ করেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক চন্ডীচরন পাল, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ হাকিম হাওলাদার, সাবেক পিপি এম শাহ আলম, সাবেক সভাপতি আঃ রাজ্জাক খান বাদশা, সাবেক সভাপতি ও বর্তমান পিপি খান মোঃ আলাউদ্দিন। এর আগে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই ও অনুদান সহায়তা দিয়েছেন তিনি। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুর -১ আসনের তিন উপজেলায় শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের ব্যাক্তিগত তহবিল থেকে ইতোমধ্যে ত্রাণ সামগ্রী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শ ম রেজাউল করিম দীর্ঘদিন পিরোজপুরে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার সাথে সাংবাদিকতাও করেছেন পিরোজপুর ও তার জন্মস্থান নাজিরপুর সহ সুপ্রীম কোর্টে। তিনি নাজিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য। বর্তমানে তিনি সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী।