কিশোরগঞ্জের বাজিতপুর সরকারী কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় করোনা ভাইরাস সৃষ্টির পরিস্থিতিতে আত্ম মানবতার সেবায় এফএইচপি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথমে তিনশত পরিবার, একশত পরিবার ও দুস্থ প্রতিবন্ধী একশত ছয়ত্রিশ শিক্ষার্থীকে খাদ্য সহায়তা প্রদান করেন এফএইচপির নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস, উপজেলা নিবার্হী কমর্কতা দিপ্তীময়ী জামান। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, আধা কেজি লবন ও ১টি সাবান বিতরণ করেন দুস্থ পরিবারদের মাঝে। এসময় এফএইচপি নিবার্হী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, সরকারী ঘোষিত নীতিমালা অনুযায়ী দুস্থদের মাঝে এটাই শেষ নয়। পযার্য়ক্রমে আরো দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দিবেন বলেন উল্লেখ করেন। এময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুলা আল মামুন, র্যাক বাংলাদেশের নিবার্হী পরিচালক মো: ইবাদুর রহমান বাদল ও বাজিতপুর থানার ইনচার্জ মো: খলিলুর রহমান পাটোয়ারী।