গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ নার্র্স গত রাত থেকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। উপজেলা দস্যু নারায়নপুর গ্রামের ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শ্রমিকের করোনা পজেটিভ হওয়ায় গত শুক্রবার থেকে ওই পাঁচজনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ওই শ্রমিক রোগী জ্বর, ঠান্ডা-কাশি ও গলা ব্যাথা নিয়ে হাসপাতালে এলে নার্স নাজমা সুলতানা চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন। ১০ এপ্রিল তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ নার্স নাজমা সহ ওই রোগীর সাথে সংস্পর্শে আসা ৫ নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠায়।
১৪ এপ্রিল ওই পাঁচ নার্সের রিপোর্ট নেগেটিভ হলে তারা হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হন। হাসপাতালে কর্তৃপক্ষ নার্সদের কাজে যোগদানের নির্দেশ প্রদান করেন।
কাপাসিয়ায় প্রথম ওই শ্রমিক করোনা আক্রান্ত হন। সে বর্তমানে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কাপাসিয়া উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত ১৭ জন রোগী পাওয়া গেছে।