জামালপুরে প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ১৫এপ্রিল বুধবার নতুন করে আরো ১জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবসুর গ্রামের বাসিন্দা। সে ঢাকা বাড্ডা গার্মেন্টস কর্মী। জেলা স্বাস্থ বিভাগ জানায় গত ২৪ ঘন্টায় সারা জেলায় ৩৩জনের নমুনা পরীক্ষায় একজনের রির্পোটে পজেটিভ করোনার উপস্থিতি পাওয়া গেছে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান,সারা জেলায় মোট ৩৬৩ জনের পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। তার মধ্যে এ পর্যন্ত ১৬জন করোনায় সংক্রামিত। এদের মধ্যে নমুনা পরীক্ষার আগেই দুই নারী মারা গেছে। তিনি আরো বলেন,জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে আক্রান্ত ১৪ জনকে চিকিৎসাধীন রাখা হয়েছে। আক্রান্তদের নিজ বাড়িসহ প্রতিবেশী এলাকায় লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করানো হয়েছে।