করোনা ঝুঁকির পরিস্থিতিতেও কিশোরগঞ্জের তেরটি উপজেলায় প্রায় তিন শতাধিক কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
জানা গেছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হওয়ার পর থেকে জেলা ও উপজেলা হাসপাতালে সেবা গ্রহীতাদের উপস্থিততি একেবারেই কমে গেছে। আর কমিউনিটি ক্লিনিকে গড়ে প্রতিদিন সামাজিক দুরত্ব বজায় রেখে ৩০/৩৫ জনকে সেবা দেয়া হচ্ছে। রোগীদের সেবা দেয়ার জন্য সিএইচসিপিদের দেয়া হয়েছে মাস্ক,গ্লাভস,হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।
সরেজমিনে মঙ্গলবার সকালে জেলায় কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে সেবাদানের এমন চিত্র। কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করছেন সিইএচসিপিরা। মাইজখাপন ইউনিয়নের মইশাকান্দি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে এসেছিলেন বয়োবৃদ্ধ জুলেখা (৯০)। তিনি গত কদিন যাবত শ্বাসকষ্ট ও গ্যাস্টিকে ভোগছিলেন। তিনি বলেন চারদিকে যা শুনি তাতে ভয়ে আছি। সত্য মিথ্যা জানিনা। তবে মানুষের মুখে শুনতাছি আমাদের কিশোরগঞ্জেও নাকি করোনা রোগী পাওয়া গেছে। কয়েকদিন শ্বাসকষ্ট ও গ্যাস্টিকে ভোগতাছি। তাই দেখাইতে এলাম। সেবা গ্রহীতা কিশোরী পান্না বলেন, আমাদের গ্রামের কমিউনিটি ক্লিনিক থাকার কারনে খুব সহজেই স্বাস্থ্যসেবা পাচ্ছি। গ্রাম থেকে শহরের অনেক দুরত্ব ফলে বাড়ির পাশেই ক্লিনিকে সেবা সহজতর হচ্ছে।
মইশাকান্দি কমিউনিটি ক্লিনিকের সভাপতি জসিম উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সকাল ৮ টা হতে দুপুর ১২টা পর্যন্ত সেবা অব্যাহত রয়েছে। আমাদের ক্লিনিকে শিশু সেবা, গর্ভবতী মাদের সেবা, ডায়াবেটিস সেবা, রক্তের গ্রুপ পরীক্ষা নিরীক্ষা, প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে।
মইশাকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মালেক ভুইয়া বলেন,আমাদের কমিউনিটি ক্লিনিকে ২০১৮ সালে ৮ হাজার ৬ শত ৭৮ জন,২০১৯ সালে ৯ হাজার ৪ শত ৮৯ জন ও ২০২০ সালের জানুয়ারী হতে অদ্যবধি পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে আমরা
স্বাস্থ্যসেবা প্রদান করেছি। করোনা পরিস্থিতিতে জাতির এই সংকটকালে আমরা হেলথ কেয়ার প্রোভাইডাররা সেবাদান অব্যাহত রেখেছি। ২০১৭ সালের আন্দোলনে ৮জন সহকর্মীকে সাময়িক সাসপেনশন করা হয়েছিলো তা এখন পর্যন্ত বহাল নিষ্পত্তি করেনি। আমাদের সিএইচসিপিদের দাবী ৮জন সহকর্মীকে বর্তমানে করোনা মোকাবেলা সিএইচসিপিদের ত্যাগের বিনিময়ে তাদের সাসপেনশন নিষ্পত্তির পাশাপাশি আমাদের চাকুরী রাজস্ব ঘোষণার লক্ষে সকল সিএইচসিপিদের পক্ষে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি এসোসিয়েশনের কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি সেলিমও তাঁর মতামতের প্রতি সমর্থন জানিয়েছেন।
মহিনন্দ উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পারভীন আক্তার বলেন, করোনা পরিস্থিতিতে আগের তুলনায় কিছু কম রোগী আসে। তারপরেও প্রতিদিন ৩০ জন রোগীকে সম্পুর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছি।
সদরের বুরুংগারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লতিফা আক্তার, যশোদল মধ্যপাড়া সিসি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পিযূষ কুমার সরকার ও বৌলাই রঘুনন্দনপুর সিসি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এমদাদুল হক সুমন বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সকাল ৮ টা হতে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীন তৈয়বার প্রচেষ্টায় সিএইচসিপিদের জন্য পিপিই দেওয়া হয়েছে। সদরের প্রতিটি ক্লিনিকে নিজস্ব উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের জন্য রক্তিম চেয়ার প্রদান করা হয়েছে। তিনি সরেজমিন কমিউনিটি ক্লিনিকগুলিতে নিয়মিত পরিদর্শনপুর্বক প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীন তৈয়বা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে আমার অফিসের চেয়ারের পাশসহ কমিউনিটি ক্লিনিকগুলিতে রক্তিম চেয়ার দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে আসা সেবা গ্রহীতাদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, গর্ভবতী মায়েদের এএনসি, পিএনসি, উচ্চ রক্তচাপ নির্ণয়সহ সকল ধরনের সেবা সিএইচসিপিগণ বিনামুল্যে প্রদান করে যাচ্ছে। প্রতিনিয়ত করোনা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।