করোনা ভাইরাস সংক্রমণ রোধে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া শতাধিক দরিদ্রদের মাঝে শেরপুরের নকলা উপজেলার কায়দা সরকার বাড়ী জামে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মসজিদ প্রাঙ্গনে কায়দা গ্রামের দরিদ্রদের মাঝে জনপ্রতি ৮ কেজি আটা, ২ কেজি আলু ও সাবান বিতরণ করা হয়।
বিতরণ কালে, মসজিদ কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির সরকার, প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিএসসি, সুপার ওয়ালি উল্লাহ, সাবেক মেম্বার খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সুলতান, মসজিদ কমিটির কোষাধক্ষ আব্দুল গণি, রফিকুল ইসলাম ঝাডু, সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।