করোনা ভাইরাসের প্রভাবে সরকারের সাধারণ ছুটিতে গণপরিবহনসহ যাবতীয় পরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে শেরপুরের নকলা বাজার ওষুধ ব্যবসায়ী সমিতি। বুধবার উপজেলার বিভিন্ন রোডের ২৪২জন ইজিবাইক ও সিএনজি চালকদের নগদ ৩০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মহিউদ্দিন সেলিম, পৌর আওয়ামী লীগের সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল ও যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।