সমগ্র দেশেই এখন এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে চারিদিকে। সরকারি বেসরকারি অফিস সমূহ বন্ধ। চলছে লকডাউন। ঘরেই অবরূদ্ধ লোকজন। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরাও। এখন সরাইলে চলছে ইরি বোরো মৌসুম। জমির ধান পেঁকে গেছে। অনেক জায়গায় বোরো ধান পেঁকে মাটিতে পড়ছে। এরপর রয়েছে শিলাবৃষ্টির ভয়। ধান কাটতে ব্যাকুল কৃষকরা। কিন্তু শ্রমিক সংকট। শ্রমের মূল্যও চড়া। ভরসা এখন ‘কম্বাইন হারভেষ্টার’ নামক মেশিন। এ মেশিন শুধু ধান কাটছেই না। ছুঁড়ে বস্তায় ভরে দিচ্ছে। কানি প্রতি খরচ হচ্ছে ২ হাজার টাকা। সরজমিনে ঘুরে ও কৃষি অফিস সূত্র জানায়, এ বছর সরাইলে ১৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ফলনও হয়েছে ভাল। চাল উৎপাদনের লক্ষমাত্রা ৫৯ হাজার ৪৩১ মেট্রিকটন। ভাটি এলাকার জমি সমূহের ধান পেঁকে গেছে আরো আগেই। অনেক জমির ধান পেঁকে মাটিতে পড়তে শুরূ করেছে। উজানের জমির ধানও আরো ৫-৭ দিন আগ থেকেই অল্প করে কাটছেন কৃষক। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে অবরূদ্ধ থাকায় তীব্র শ্রমিক সংকট চলছে সরাইলে। আবার ভয়েও অনেক শ্রমিক মাঠে কাজ করতে রাজি হচ্ছে না। সুযোগে যারা সাহসের সাথে কাজ করছেন তারা শ্রমের মূল্য বাড়িয়ে দিয়েছেন। শ্রমিক প্রতি দৈনিক ধান কাটার মূল্য গত বছর ছিল ৩-৪শত টাকা। আর এবার ৬-৭শত টাকা। এক কানি জমির ধান কাটতে কৃষকের খরচ হচ্ছে ৪ হাজার টাকা। এ খরচ বহন করতে নাভিশ্বাস ওঠছে দরিদ্র কৃষকদের। উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের আশা করতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে এক শ্রেণির কৃষক উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আসা ‘কম্বাইন হারভেষ্টার’ মেশিনের শরনাপন্ন হচ্ছেন। কিন্তু যাদের জমি দূরে নদীর ওপারে তারা এ মেশিনে ধান কাটতে পারছেন না। এ মেশিন সরকার ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে কৃষকদের প্রদান করছেন। ৩০ লাখ টাকা মূল্যের মেশিন কৃষক পাচ্ছে ১৪ লাখ টাকায়। সরাইলে পাকশিমুল ইউনিয়নের লোপাড়া গ্রামের আবুল হোসেন ও শাহজাদাপুর গ্রামের আবুল হাসান সিকদার এ মেশিন পরিচালনা করছেন। এ মেশিনে ধান কাটার পর কন্টিনারে জমা হয়। পরে জমিতেই এক সাথে ছুঁড়ে দেয়। কৃষকরা শুধু ধান বস্তায় ভরে নিয়ে আসে। এক সাথে ৭ মন ধান ছুঁড়ার ক্ষমতা সম্পন্ন কন্টিনারটির। দৈনিক ২০ কানি জমির ধান কাটতে ও ছুঁড়তে পারে এ মেশিনটি। বোরো ধান কাটায় অনেক কৃষকই এখন এই মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ডিজেলে চালিত এ মেশিনের কানি প্রতি কৃষকের খরচ ২ হাজার টাকা। কৃষক বিধান সরকার, আরিফুর রহমান, কার্তিক বিশ্বাস, বিশ্ব ভৌমিক ও নরোত্তম জানান, এবার শ্রমিকের সংকট তীব্র। অনেক কষ্টে পাওয়া গেলেও মূল্য অনেক বেশী। জমি চাষের খরচই ওঠবে না। বিশাল ক্ষতির ঘানি টানতে হবে কৃষকদের। যাদের জমি ওজানের মাঠে ও নদীর এপারে তারা মেশিনের সুবিধা পাবে। সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমণি সূত্রধর বর্তমান সময়ে শ্রমিক সংকটের কথা স্বীকার করে বলেন, কাটায় বিলম্বের কারণে নদীর পাড়ের জমি সমুহের ধান সর্বোচ্চ ৫ ভাগ নষ্ট হতে পারে। আর সমগ্র উপজেলার জন্য দুটি মেশিন যথেষ্ট নয়। দ্রুততম সময়ের মধ্যে আরো মেশিন আসবে।