নেত্রকোনার পূর্বধলায় ত্রানের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পূর্ধধলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার এলাকার কয়েকশো বাসিন্দা( ১৫ এপ্রিল) সকালে এই বিক্ষোভ করেন।
তাদের দাবি সরকার ১০টাকা কেজি করে চাল বন্ধ হয়ে যাওয়ায় এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেও এখন পর্যন্ত এলাকাবাসীর মাঝে সেটি বিতরণ করা হয়নি। ফলে না খেয়ে দিন পার করতে হচ্ছে অসহায় মানুষগুলোকে।
তাদের দাবী এখন পযর্ন্ত কোনো ত্রান পাননি। আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল এনিয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি।
এতে করে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন অসহায় মানুষগুলো। যারা দিন এনে দিন খেয়ে এতদিন জীবন যাপন করছিলেন তারা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।কয়েকশো মানুষ সকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে গেইটে এসে জমায়েত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম অন্য কাজে মাঠে থাকায় দেখা করতে পারেনি।পরে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন তাদেরকে রেল স্টেশনের ফ্লাট ফরমে যেতে বললে সেখানে জমায়েত হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান সবাইকে আজকের মধ্যে তালিকা দিতে বলে সে অনুযায়ী ত্রান পঠিয়ে দেবেন বলেন। এবং সবাইকে ঘরে থাকতে বলেন।
এবং উপস্থিত সকলকে সেই সাথে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল বলেন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে। যে ত্রান আসে সবাইকে দেয়া সম্ভব হয় না।আমি দেড়ঢন করে চাল পাই সে চাউল মাত্র ১৫০ জনকে দেয়া সম্ভব হয়।কালডোয়ার গ্রামে প্রায় ৪০০০ হজার গরীব আছে সেখানে বন্টন অনুযায়ী মাত্র ২০ জনকে দেয়া সম্ভব হয়। বরাদ্ধ আরো বাড়িয়ে দিলে কিছুটা চাপ কমবে।