চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বুধবার দুপুরে সাতবাড়িয়াস্থ যতরকুল জামে মসজিদের মোয়াজ্জেম মওলানা জহিরুল ইসলাম(৩১)রুম থেকে অবৈধভাবে রাখা ৫০বস্তা পিয়াজ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ হোসেন অভিযান চালিয়ে এসব পিয়াঁজ উদ্ধার করেন এবং ভ্রাম্যমান আদালতের গঠন করে অবৈধভাবে পিয়াজ রাখার অপরাধে ওই মসজিদের মোয়াজ্জেমকে ৫হাজার টাকা জারিমানা আদায় করেন। মোয়াজ্জেমের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বাচা মিয়ার ছেলে বলে জানা গেছে।