নওগাঁর পোরশায় গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার নিতপুর খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ রেচৗধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী আলহাজ্ব মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কৃষকবৃন্দ। উল্লেখ্য এবারে উপজেলার দুইটি খাদ্য গুদামের মাধ্যমে ৯২৭মেট্রিকটন গম ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।