পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত এক যুবককে প্রথম রোগি সনাক্ত করা হয়েছে। স্থানীয় জামিরতলা এলাকার ওই যুবক (রাসেল ফরাজী- ২৯) ট্রাকের হেলপার। জ্বর সর্দি কাশি নিয়ে গত শনিবার নারায়নগঞ্জ থেকে নিজের বাড়িতে আসেন।
হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টীম গত সোমবার তার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমন ধরা পড়ে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আক্রান্ত যুবকের বাড়িসহ ১৩টি বাড়ি লকডাউন করে আক্রান্ত ব্যক্তির বাড়ির সকলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত যুবক সুস্থ আছে বলে জানান।