লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বাংলা নববর্ষে ঢাকাস্থ মের্সাস মোস্তফা এ- কোঃ নামের ব্যবসায়ীক প্রতিষ্ঠান করোনা ভাইরাসে বসতঘরে থাকায় পরিবারে “ভালোবাসার উপহার‘ নামে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। সোম ও মঙ্গলবার দিন-রাত উপজেলার শেখপুর,উত্তর চন্ডিপুর,দক্ষিন চন্ডিপুর, বিঞ্চভল্লবপুর, শৈলখালী, বদরপুর, শ্যামপুর, শৌশালিয়া, জয়দেবপুর ও পৌর রতনপুর গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সিএনজি এবং মোটরসাইকেল যোগে ডাল,ডাল,আলু,পেয়াজ,তৈল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের ঘরে পৌছে দেয়। খাদ্য সামগ্রী বিতরন কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেন সাংবাদিক আবু তাহের ও বেলায়েত হোসেন বাচ্চু। ভালোবাসার উপর নামে প্যাকেটে খাদ্য সামগ্রী অত্যান্ত গোপনীয়তার সাথে পৌছে দেওয়ায় সর্ম্পকে মের্সাস মোস্তফা এ- কোঃ লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সোহান বলেন,রামগঞ্জ উপজেলায় লকডাউনে থাকায় নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের জন্য আমার ক্ষুদ্্র প্রয়াস।নিজো উদ্যোগ ও মানবিক বিবেচনা খাদ্য সংকটে থাকায় পরিবারগুলোর পাশে থাকবো। তিনি বলেন,বৈশাখী মেলাতে যারা প্রচুর টাকা ব্যয় করতো,তাদের উচিত সমপরিমান টাকা ঘরে থাকায় খাদ্য সংকট পরিবারগুলোর পাশে দাড়াঁনো।