জামালপুরের মেলান্দহে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ১৪ এপ্রিল বিকেলে খতমে ইউনুছ পড়েছে এলাকাবাসি। বানিপাকুরিয়া নূরীয়া মাদ্রাসায় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্পসংখ্যক মানুষ জমায়েত হয়ে কোরআনখানি ও খতম সম্পন্ন করেন।
একই সাথে করোনা ভাইরাস সম্পর্কে সরকারের সচেতনমূলক বার্তাও প্রচার করা হয়। মাওলানা আবদুল আলিমের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে খতমে ইউনুছ সম্পন্ন হয়। মাওলানা রহমতুল্লাহ আল হোসাইনি, গ্রামের আলহাজ সুরুজ্জামান, রফিকুল ইসলাম মুজা, মাইনুল ইসলাম এবং সাংবাদিক শাহ্ জামাল এ সময় উপস্থিত ছিলেন।
এলাকাবাসী বাংলাদেশসহ বিশ্ববাসীর জন্য বিশেষ প্রার্থনা করেন। এ সময় করোনা সম্পর্কে সরকারের সচেতনতামূলক বার্তা, লকডাউন মানা এবং গুজবে কান না দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।