করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪০০ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।। মঙ্গলবার দৌলতপুর মডেল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ছাদিকুজ্জামান খান (সুমন) এর সার্বিক তত্ত্বাবধানে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আঃকাঃম সরওয়ার জাহান বাদশাহ্।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সর্দার মোঃতৌহিদুল ইসলাম,টিপু নেওয়াজ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি সরওয়ার জাহান বাদশাহ বলেন
জাতীর এই কান্তি কালে সমাজের বিত্তবানরা যদি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।