শ্রীমঙ্গল থানার ওসি'র নাম্বারে ফোন দিলেই অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিবে পুলিশ। এমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল থানার অফির্চাজ ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক।
শ্রীমঙ্গল উপজেলার কোন জনসাধারণের যদি কোন ধরনের অসুবিধা হয়, যেমন কেউ অসুস্হ হয়ে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে পারছেন না। যেহেতু লকডাউনের কারণে যাতায়াতের যানবাহন নেই। ওই মুহুর্তে শ্রীমঙ্গল থানার ওসি'র নাম্বারে ফোন দিলেই ওই রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য এগিয়ে যাবে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই ঘোষণা দেন শ্রীমঙ্গল থানার অফির্চাজ ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় শ্রীমঙ্গল থানার অফির্চাজ ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, জেলায় লকডাউনের কারণে অভ্যন্তরীন রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অনেক অসুস্হ ও জরুরী রোগী হাসপাতালে যেতে পারছেন না। সেই দিক চিন্তা করেই আমি এই উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমার ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বার (ওসি, শ্রীমঙ্গল থানা- ০১৭১৩৩৭৪৪৪০) এই নাম্বারে কল করলেই পুলিশ সহায়তার জন্য এগিয়ে আসবে। যে কোন বিপদে জনগণের পাশে পুলিশ সব সময় থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি আব্দুছ ছালেক।