করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনার কারণে কর্মহীন হতদরিদ্র, অসহায় শ্রমিক ও খাওয়া না খাওয়া মানুষের জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তরুণ নেতা গাজী এজাজ আহম্মেদ। তার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ‘গাজী আব্দুল হাদী ফাউন্ডেশন’র উদ্যোগে ১ বৈশাখ থেকে শাহপুর বাজারে স্থাপন করেছেন ফ্রি সব্জির দোকান।
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে চলছে " Stay Home, Stay Safe" এ কারণে যারা দিন আনে দিন খায় এ রকম হতদরিদ্র, অসহায়, শ্রমিক ও দিনমজুর পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব। তাদের কষ্ট দুঃখ দুর্দাশা কিছুটা লাঘবের জন্য ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে খেয়ে না খেয়ে দিন পার করা এই মানুষগুলোর জন্য স্থাপন করেছেন ফ্রি সবজির দোকান। শাহপুর বাজারে স্থাপিত মিষ্টি কুমড়ো, বরবটি, ডাটা, উচ্ছে, লাউ প্রভৃতি সব্জির দোকানগুলোতে কোন দোকানদার নেই। কয়েকজন স্বেচ্ছাসেবক শুধু তদারকি করছেন।
বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মেসবাহুল আলম টুটুল বলেন; করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধধে কর্মহীন মানুষেরা ইচ্ছামত বিনামূল্যে যে কোন একটি সবজি নিতে পারবেন।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদীর পুত্র বর্তমান ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ বলেন; করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খেটে খাওয়া মানুষের সাময়িকভাবে অসুবিধা হচ্ছে এ জন্য মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিশেবে ফ্রি সবজির দোকান স্থাপনপূর্বক
খেটে খাওয়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্কতা অবলম্বনের জন্য আহবান জানান।