গাজীপুরের কাপাসিয়ায় খোলাবাজারে (ওএমএস) ১০ টাকা কেজির চাউল মাপে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ডিলার মোহাম্মদ জুয়েল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা এবং তার ডিলারশীপ বাতিল করেছেন।
সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেয়া খাদ্যবান্ধব কর্মসূচি’র (ওএমএস) ১০ টাকা কেজির চাউল বিক্রির সময় মাপে কম দেয়ায় অপরাধে ডিলার মোহাম্মদ জুয়েল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা ও ডিলারশীপ বাতিল করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারে ‘মা এন্টারপ্রাইজ’র স্বত্ত্বাধিকারী ওএমএস ডিলার মোহাম্মদ জুয়েল হোসেন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল বিক্রির কথা থাকলেও ওজনে কারচুপি করে ২৫ কেজি দিয়ে ৩০ কেজির দাম রাখছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে এ সময় তাকে এ জরিমানা করা হয় এবং তার ডিলারশীপ বাতিল করা হয়। উল্লেখ, ডিলার জুয়েল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে সে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।
এছাড়া সোমবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নিষেধ অমান্য করে অবৈধভাবে দোকান খোলা রাখার অভিযোগে দুই দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।