নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওড় অঞ্চলের অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো।
করোনাভাইরাসের প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে নিকলী উপজেলা ছাত্রলীগ। মের্সাস কামাল ব্রিক্র, কুর্শা নিকলী, সার্বিক সহযোগীতায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি- ইমরুল হাসান এবং সাধারন সম্পাদক- মোঃ আরিফ মিয়া।
মঙ্গলবার (১৪এপ্রিল) কর্মহীন হয়ে পড়া গরীব ও দেস্তদের মাঝে নিকলী উপজেলা ছাত্রলীগ অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, হাফ লিটার তেল, আধাকেজি পেয়াজ, আধাকেজি ডাল খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এ সময় নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি- ইমরুল হাসান বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।