ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাও এলাকায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্বে ২ ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ২ জনের মধ্যে একজন মাসুদ(৩৫) এবং অপর জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাস্থল থেকে ৬/৭ ভরি স্বর্ণাল্কংার একটি পিস্তল এবং ৩ রাইন্ড গুলি উদ্বার করা হয়েছে।
র্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান,একটি ডাকাত দলকে প্রায় ৩মাস যাবৎ অনুসরণ করছি, মঙ্গলবার দুপুরে মাসুদ অপর সঙ্গীসহ ঢাকার দিকে ব্যাটারী চালিত অটোরিকশায় যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব তাদের চ্যালেঞ্জ করে এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে ,র্যাবও পাল্টা গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে মাসুদ নিহত এবং র্যাবের ২ সদস্য আহত হয়।
তিনি আরো জানান,নিহত মাসুদের ভাই গত ৩ মাস আগে ধরা পরেছিল।এ দলটি শরিয়তপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। ২ দিন আগে গোসাইরবাগে চরে একটি ঘরে এ দলটি ডাকাতি করে।উদ্বারকৃত স্বর্ণালঙ্কার ঐ ডাকাতি হতে প্রাপ্ত বলে ধারনা করা হচ্ছে।