শ্রীমঙ্গলে ৩৩৩ জন সিএনজি অটোরিকশা চালক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই খাদ্য সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৩৩ জন সিএনজি অটোরিকশার চালকের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল পৌছে দেয়া হয়।
আজ দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলামের নেতৃত্বে ১৩ টি সিএনজি অটোরিকশাযোগে উপজেলা পরিষদের ১২ জন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে চাল বিতরনের জন্য রওয়ানা হয়ে যান।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।