রংপুরের পীরগাছায় ত্রাণের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে খেটে খাওয়া হতদরিদ্র ৫ শতাধিক সাধারন মানুষ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজারে এ মানববন্ধন করা হয়। এসময় ত্রাণ বঞ্চিত মানুষ ইউপি চেয়ারম্যান রওশন জামির রবু সরদারের অপসারণ দাবি করে বক্তব্য দেন।
জানা গেছে, দেশব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় গত ২৬ মার্চ থেকে দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে করে ওই ইউনিয়নের কর্মহীন হয়ে পড়ে প্রায় ২০ হাজার মানুষ। এসব কর্মহীন মানুষের মধ্যে ৫শ মানুষের জন্য ৫ মেট্রিক টন খাদ্য সামগ্রী সরকারী ভাবে বিতরন করেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জামির রবু সরদার। কিন্তু বেশি সংখ্যক কর্মহীন মানুষ ত্রাণ না পেয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে হত দরিদ্র ও শ্রমজীবি সাধারন মানুষ। তাম্বুলপুর ইউনিয়ন বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসময় বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুবার রহমান, শ্রমজীবি সুমন মিয়া, নুর ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ। এসময় তারা বলেন, ইউপি চেয়ারম্যান শুধু নিজের পরিচিত মানুষদের মুখ দেখে দেখে ত্রাণ দিচ্ছেন। আমরা না খেয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করছি এবং জরুরী ভিত্তিতে ত্রানের দাবি করছি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রওশন জামির রবু সরদারকে বেশ কয়েক মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ওই ইউনিয়নের ৫শ মানুষের জন্য ৫ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান বলেন, বর্তমান সংকটকালে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি করে বরাদ্দ দয়ো হয়েছে। যদি কোন কর্মহীন মানুষ ত্রাণ সাহায়্যে না পেয়ে থাকে জানালে ব্যবস্থা নেয়া হবে।