বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে । কারণ রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বসে নেই । করোনাকে উপেক্ষা কওে নেমে পড়েছে মাদক ব্যববায়। তাই “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই গত ১৩ এপ্রিল দুপুর আনুমানিক ১টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন বাংলাবাজার বিওপি’র হাবিলদার শ্রী উত্তম কুমার রায় এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৫/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান কালে ০২ জন আসামীসহ ১০৭ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি অটো ভ্যান এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদ্বয় মোঃ ফরহাদ হোসেন (২৩), পিতা- মোঃ হায়দার আলী এবং মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ হান্নান মিয়া, উভয়ের রৌমারী উপজেলার নটানপাড়া গ্রামে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৭৪,৫০০/- টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মালামালসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।