জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ায় আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক স্বপনের ডিলারশিফ বাতিল করেছে প্রশাসন। আব্দুর রাজ্জাক স্বপন উপজেলা আ’লীগের যুব ও ক্রীডা বিষয়ক সম্পাদক এবং ডিগ্রিরবন্দ ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, গত সোমবার খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজি দরের চাল বিতরনের সময় দুইজন ব্যক্তির ওজন দিলে ওজনের কম দেয়ার বিষয়টি প্রামানিত হয়। তবে বিষয়টি অস্কীকার করে আব্দুর রাজ্জাক স্বপন জানান, আমি নিজেই অপরাগত জানিয়ে ডিলারশিফ ছেড়ে দিয়েছি।
.