 
		
	পিরোজপুরের কাউখালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরনে কম দেয়ায় গড়মিল, অনিয়ম পাওয়ায় সদর ইউনিয়নের ডিলারের ডিলারশীপ বাতিল ও ১,২২,৬৪২ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
জানাযায়, গত সোমবার কাউখালী সদর ইউনিয়নের ডিলার মোঃ হাফিজুর রহমান উপজেলার কলেজ মোড়ে বসে খাদ্য বান্ধন কর্মসুচীর আওতায় ১০ টাকা কেজিতে ৩০ কেজি চাল সুবিধাভোগীদের মাঝে বিতরন কার্যক্রম শুরু করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা চাল বিতরন কার্যক্রমে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে সুবিধাভোগীদের কার্ডে ব্যাপক গড়মিল ও অনিয়ম দেখতে পান। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটি এসময় ৪২টি কার্ড নিয়ে তা খতিয়ে দেখে তাতে চাল কম দেয়া সহ ব্যাপক গড়মিল ও অনিয়ম দেখতে পান। পরে খাদ্য বিভাগের বিধি অনুযায়ী রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক মোসাঃ খালেদা খাতুন রেখা ডিলার মোঃ হাফিজুর রহমানকে ১,২২,৬৪২ টাকা জরিমানা এবং তার ডিলারশীপ বাতিল করে দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,্এম, সাইফুল ইসলাম।
এবিষয় উপজেলা নিবার্হী অফিসার বলেন, খাদ্য বান্ধন কর্মসুচীর আওতায় ১০টাকা দামে ৩০ কেজি চাল বিতরনে সময় সুবিধাভোগীদের কার্ডে বিগত সময়ে চাল কম দেয়া ও গরমিল পাওয়া যাওয়ায়। খাদ্য বান্ধন কর্মসুচীর বিধি মোতাবেক জরিমানা ও ডিলারশীপ বাতিল করা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই কাযক্রম বাস্তবায়নের জন্য উপজেলায় চাল ও ত্রান নিয়ে কোন অনিয়ম দূর্নীতির বিরুদ্বো নিয়মিত আমরা কাজ করে যাচ্ছি।