শুধুমাত্র একটা ফোন কল। তারপর দুরত্ব ভেদে কয়েক মিনিটের মধ্যে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌছে যাচ্ছে ‘কলার’ এর বাসায়। এমন অবস্থা চলছে গত ২৬ মার্চ থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নে।
নিম্ম কিংবা মধ্যবিত্ত সমস্যার জালে বন্দি সব পরিবারই পাচ্ছে ‘সমস্যা জানাও, সেবা নাও’ কার্যক্রমের এ সুবিধা। তাতে করোনার প্রদুর্ভাব রোধে মানুষ ঘরে থাকার সরকারি নির্দেশনাও মেনে চলছে দারুনভাবে।
এমন সেবা কার্যক্রমের মাধ্যমে ঘরে অবস্থানরত পরিবারগুলোর যে কোন জরুরী প্রয়োজনে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা। সামনে থেকে যার নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি শ্যামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার। নিজ কর্মী সমর্থক ও শুভান্যুধায়ীদের সমন্বয়ে ‘সমস্যা জানাও, সেবা নাও’ কার্যক্রমের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন প্রয়োজনীয় খাদ্য সহায়তা। এমনকি হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে সাবান আর চিকিৎসা উপকরণ পর্যন্ত পৌছে দেয়া হচ্ছে টানা আঠারো দিন ধরে।
এ কার্যক্রমের সাথে জড়িত আবদুল আলিম জানায়, মানুষের বাইরে চলাচল বন্ধ হওয়ায় চেয়ারম্যান চাচার আহবানে আমরা ফোন কলারের বাড়ি বাড়ি যেয়ে চাল ডাল থেকে চাহিদা মত সহায়তা পৌছে দিচ্ছি। তাতে মানুষ যেমন বাইরে আসছে না তেমনী প্রয়োজন ছাড়া পরিস্থিতির সুযোগ নিতে কেউ ফোন দিচ্ছে না। নিম্মবিত্ত মধ্যবিত্ত পরিবার সবার নাম পরিচয়ও গোপন করা হচ্ছে।
আমজাদ হোসেন মিঠু জানায়, শুরুতে শুধু খাবার পৌছে দেয়া কার্যক্রম চালু থাকলেও সামাজিক দুরত্ব বজায়ের স্বার্থে চাহিদামত অন্যান্য জরুরী সহায়তা সামগ্রীও পৌছে দেয়া হচ্ছে। এমনকি মাক্স, ওষুধ আর সাবান সোডার মত জিনিস পৌছে দিচ্ছেন বলেও তিনি জানান।
সুফলভোগী দাদপুর গ্রামের দরিদ্র রাশিদা বেগম ও গোপালপুর তপন মন্ডলসহ কয়েকজন জানায়, আয় রোজগার না থাকায় বাজার সদয় বন্ধ। চেয়ারম্যানের ফোন দিলে দু’দফায় সাত দিনের করে খাবার দিয়ে গেছে।
নকিপুরের আজগর আলী আর মাজাট গ্রামের নাম প্রকাশ না করে কয়েকজন জানায় প্রশাসনের কড়াকড়ি আর বাড়িতে ছোট ছোট সন্তান থাকায় করোনার ভয়ে বাইরে বের হতে ভয় হচ্ছিল। চেয়ারম্যানের মাইকিং শুনে তার নম্বরে ফোন দিতেই ওষুধ আর সাবানসহ কিছু জিনিপত্র পৌছে দিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে
ব্যতিক্রমী এ সেবা কার্যক্রমের উদ্যোক্তা উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি চেয়ারম্যান এসএম জহুরুল হায়দার বলেন, করোনা আতঙ্কে সকল শ্রেনীর মানুষ ঘরে আটকা গেছে। বিবেকের তাড়নায় ব্যক্তিগত সামর্থ্যরে ভিত্তিতে প্রত্যেকের পাশে দাড়নোর চেষ্টা করে যাচ্ছি।