একসময় সুন্দরবনে দাপটের সাথে দস্যুতা করতেন ইউনুচ আলী ও জাকির হোসেনের। ২০১৮ সালের প্রথম দিকে র্যাবের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। মামলা থেকে জামিন নিয়ে তারা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ি এলাকায় এসে বসবাস শুরু করেন। আর এখানে এসে আয়ের উৎস হিসেবে বেছে নেন মাদক ব্যবসা। এলাকার লোকজন ভয়ে তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করতে সাহস পায় না। বর্তমানেও তাদের মাদকের রমরমা ব্যবসা চলছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, শ্যামনগর উপজেলার টেংরাখালী এলাকায় ইউনুচ ও জাকিরের বাড়ি। র্যাবের কাছে অস্ত্র জমা দিলেও অপরাধ জগতের কর্মকাণ্ড থেকে ফিরে আসেননি তারা। এখন তারা ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত। এসব সমাজবিরোধী কাজ করার কারণে এই এলাকায় ভোটার করা হয়নি তাদের। তবে ইউনুচ আলী এই অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু লোক নিজেদের স্বার্থ উদ্ধার করতে না পেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ করছে।
মাছ ব্যাবসায়ী আবুল হোসেন, বাপ্পী তরফদারসহ এলাকাবাসী জানান, ইউনুচ আলীও জাকির হোসেন প্রকাশ্যে ফেন্সিডিল ব্যবসা করে। তাদের এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। ইউনুচ আলীর মাদক ব্যবসার প্রতিবাদ করে অনেকে হামলা মামলার শিকার হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবিরা ইউনুচ আলীর বাড়িতে অহরহ যাতায়াত করে। রাস্তায় দাড়িয়েও প্রকাশ্য ফেন্সিডিল বিক্রি করেন ইউসুচ।
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর জিএম গোলাম মোস্তফা ও ৫ নং ওয়ার্ডের মেম্বর মোঃ সেলিম আহম্মেদ জানান, ইউনুচ আলী ও জাকির হোসেন সুন্দরবনের জলদস্যু ছিল। তাদের আছে অন্ত্রের ঝনঝনানি। যার করণে এলাকার সাধারণ মানুষ তাদের ভয় পায়। ইউনুচ ও জাকির এই এলাকায় এসে মাদক ব্যবসা শুরু করেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গোলযোগ করেছে অনেকবার। এইজন্য তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। তাদের কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন জানান, ইউনুচ ও জাকির হিংস্র টাইপের লোক। এখানে এসেও তারা অস্ত্রের মহড়া দেয়। তারা ইউনিয়ন পরিষদে ভোটার হওয়ার জন্য আসছিল। কিন্তু সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাদের ভোটার করা হয়নি।
অভিযুক্ত ইউনুচ আলী জানান, ২০১৮সালে র্যাবের কাছে অস্ত্র জমা আত্মসমপর্ণ করেছিলেন তারা। আগে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে বসবাস করতেন। বর্তমানে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ি এলাকায় নানার বাড়ির জমিতে বসবাস করেন। র্যাবের নিকট আত্মসমর্পণ করার পর তাদের নামে আর কোন মামলা হয়নি। তার বক্তব্য, কাটুনিয়া রাজবাড়ি এলাকায় অনেকে মাদক ব্যবসা করে। আর তিনি বিভিন্ন সংস্থার সোর্স হিসেবে কাজ করেন।
কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, এই বিষয়ে তার কাছে কোন অভিযোগ নেই। মাদক ব্যবসার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন। এরকম কোন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।