শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় ১১০ শব্দকর পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভা-ার থেকে প্রাপ্ত চাল বিতরন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, গতকাল রাতে ওই এলাকায় বসবাসরত শব্দকর সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়ে ১০ কেজি করে চাল বিতরন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান ও শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ঘরে অবস্হান করায় তারা কর্মহীন হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভা-ার থেকে প্রাপ্ত ত্রাণ এদের ১১০ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে বিতরন করা হয়েছে। গতকাল রাতে ৬০ পরিবারের মাঝে এবং এর আগের দিন ৫০ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।