শেরপুরের ঝিনাইগাতীতে আরও একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোরকিপার (৩৫)। তার বাড়ি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিনজনে।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। তার সংর্স্পশে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো তাদের পরীক্ষার রিপোর্টের মধ্যে ওই স্টোরকিপারের রিপোর্ট পজেটিভ আসে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে, তাই স্বাস্থ্য কমপ্লেক্সেটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই স্টোরকিপারের গ্রামের বাড়ি মালিঝিকান্দা ইউনিয়নের ১৫ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ খোলা থাকবে।