কালিগঞ্জের রতনপুরে ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন ও রতনপুর শপিং সেন্টারের যৌথ উদ্যোগে শতাধিক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় রতনপুর বাজারে খাদ্যসামগ্রী বিতরণ করেন রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন। এরপর শপিং সেন্টারের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেন।
এ সময় রতনপুর শপিং সেন্টারের ম্যানেজার নুরুজ্জামান, আরিফ হোসেন, ফরিদ হোসেন, রতনপুর জামে মসজিদের সেক্রেটারি আব্দুল আজিম, রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।