কালিগঞ্জের কৃষ্ণনগরে গ্রাম্যপাজায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১৩এপ্রিল) বেলা ১ টার দিকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মহিউদ্দীন খাঁনের ছেলে আব্দুল গনি খাঁন কাঠ দিয়ে ইট পোড়াচ্ছিলেন। খবর পেয়ে সেখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাঠ পোড়ানোর অপরাধে এ সময় পাজার মালিক আব্দুল গনি খাঁনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে অসম্মতি জানানোর কারণে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে থানার উপ-পদির্শক গোবিন্দ আকর্ষণের নেতৃত্বে পুলিশ আব্দুল গনি খাঁর ছেলে মামুনকে (২২) আটক করে থানায় নিয়ে যান। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করে ছেলেকে থানা থেকে মুক্ত করেন আব্দুল গনি খাঁন।
এছাড়াও একই ভ্রাম্যমাণ আদালত উপজেলার চান্দুলিয়া মোড়ে চা’র দোকান খোলার রাখার অপরাধে রামপ্রসাদ সরকারকে ৫শ’ টাকা এবং মোটর সাইকেলে দু’জন চলাচলের অপরাধে এক যাত্রীকে ৫ শ’ টাকা জরিমানা করেন।