রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায়অভিযানের পর এবার পাকপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির ৩২০০ লিটার সয়াবিন তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যায়ওই এলাকার রূপান্তর টাওয়ার সংলগ্ন একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় টিসিবির ডিলার পার্থ ঘোষ (৩১) ও তার বড়ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পাক পাড়ার বাসিন্দা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায়অভিযান চালিয়ে টিসিবির ডিলার পার্থ ঘোষের ভাড়া নেয়া একটি গোডাউন থেকে ৩২০০ লিটার তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করা হয় ।
এসময়পার্থ ঘোষ ও তার বড়ভাই মিথুন ঘোষকে (৪০) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।