কয়রায় নদী ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদীপাড়ে বসবাস করা মানুষ। নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লোনা পানি প্রবেশ করতে পারে এই আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। এলাকাবাসির সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ তফসিল অফিসের পাশে কপোতাক্ষ নদের বেড়িবাধ গত ১০ এপ্রিল জোয়ারের পানি বুদ্ধি পাওয়ায় ও তীব্র স্রোতের বেগে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে কাজ না করা হলে জোয়ারের পানি প্রবেশ করতে পারে বলে আশংকা করছে আতংকিত ঐ এলাকার সাধারন মাানুষ। ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে ব্যাবস্থা গ্রহন না করা হলে যে কোন মুহুর্তে ভেঙ্গে কয়রা সদরের আশপাশের কয়েকটি গ্রাম লোনা পানিতে তলিয়ে যাওয়ার আংশকা রয়েছে। এতে ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছে স্থানীয়রা। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের বলেন,পাউবোর কর্তৃপক্ষের মাধ্যমে জরুরী ভিত্তিতে কার্যকরি পদক্ষেপ গ্রহন করা না হলে ভাঙ্গন রোধ করা যাবেনা। ইতিমধ্যে এলাকাবাসী সেচ্ছায় বাঁধ রক্ষায় কাজ করছে। তবে কার্যকরি ব্যবস্থা গ্রহন না করা হলে যে কোন মুহুর্তে এলাকা প্লাবিত হতে পারে। পাউবোর আমাদী সেকশন অফিসার সেলিম মিয়া জানান, মদিনাবাদ তফসিল অফিসের পাশে ভাঙ্গনের বিষয়টি জানতে পেরেছি। পাউবোর উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, কয়রার মানুষের জীবন-মরনের সঙ্গী পাউবোর বেড়িবাঁধ। উপকূলীয় জনপদের মানুষের জানমালের নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ জরুরী। এ ব্যাপারে পাউবোর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।