করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ব্যক্তিগত তহবিল থেকে নগদ চল্লিশ হাজার টাকা বিতরন করা হয়।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের মাঝে এ অর্থ বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। এ দিন ২০০জন দরিদ্র পরিবারকে জনপ্রতি ২০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।