প্বানার সুজানগরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে। সোমবার উপজেলার মানিকহাট ইউনিয়নের চরগজারিয়া গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
মানিকহাট ইউপি চেয়ারম্যান এএসএম আমিনুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে টেলিভিশন দেখা এবং সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে ওই গ্রামের মজিবর রহমানের বড় ছেলে র্িবউল ইসলামের (১৮) সাথে ছোট ছেলে হৃদয় হোসেনের (১৫) প্রচণ্ড বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে রবিউল উত্তেজিত হয়ে হৃদয়কে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার বলেন এ ব্যাপারে নিহত হৃদয়ের বাবা মজিবর রহমানকে বাদী করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।