কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুমের ফেসবুক স্টেটাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে , গত ১০ এপ্রিল এই নেতার ফেসবুকে “করোনা চিকিৎসা নিয়ে কিশোরগঞ্জবাসীর সাথে তামাশা ” শীর্ষক শিরোনামে তিনি লিখেন ‘২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পেট ব্যথা একটু বেশী হলে ময়মনসিংহে রেফার্ড করে, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কি চিকিৎসা হবে? সিসিইউ,আইসিইউ সহ সকল প্রকার উন্নত সুযোগ সুবিধা সম্মলিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সব প্রস্ততি সম্পন্ন করে এখন আবার কাদের স্বার্থে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হবে?’। এ ফেসবুক স্টেটাসে ৮২ জন কমেন্ট করেন এবং ৩৫০ জনে লাইক দেন। কমেন্টের মধ্যে সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু লিখেন, ‘কিশোরগঞ্জের জনগণের মধ্যে এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বড় কথা চিকিৎসকরা এ বিষয়ে আমদের চেয়ে জ্ঞানী তারাই ভালো বলতে পারবে এ বিষয়ে’।
অ্যাডভোকেট জিন্নাত বাবু লিখেন, ‘ভাই সবই চলে সুইচের মাধ্যমে সুইচ বোর্ডের দায়িত্বে নিরপেক্ষ মানুষের হাতে গেলে এই সমস্যার সম্মুখীন কিশোরগঞ্জবাসী কে হতে হতো না’।
বড় বাজার ব্যবসায়ীূ সমিতির সভাপতি এজিএস দিলু বলেন, আমার বন্ধু মাসুম খান কিশোরগঞ্জ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সে সবসময় স্পষ্টবাদী সত্য কথা বলেছেন কার বিপক্ষে কার পক্ষে গেল এটা দেখার বিষয় না। আশা করি এই পোস্টের পরে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি হবে
অনিল টিটু বলেন,‘আপনার সাথে আমি একমত ভাই এটি একটি জাতীয় প্রশ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সব ধরনের সুযোগ-সুবিধা থাকতে তারপরও কেন এরকমটা?? আমাদের মত জনগণকে কি মানুষ মনে হয় না। জনগণের টাকায় সরকার চলে আর আমাদের সাথেই অনিয়ম। এটা আমরা কিশোরগঞ্জবাসী মানি না। বঙ্গবন্ধুর সৈনিক আমরা ভাই আপনি এগিয়ে যান আমরা আছি আপনার পাশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
পলাশ মুত্তাকী বলেন,আমাদের প্রিয় মাসুম খান ভাই। ১২ বছর আগে পোল্ট্রি ফিড ব্যবসায়ী হিসেবে বাংলাদেশে ৭ জনের একজন।এখন রাজনীতি করে সব শেষ।নিজে আখের গোছানোর রাজনীতি করেন নি বলে, আখের গোছাতে পারেনি।কিন্তুু ফরমায়েশি লেখক আপনি কিন্তুু....?খান ভাই রোগী দের চিন্তা করেছে, কোন ধান্ধা বাজের মত ধান্ধা বাজির চিন্তা করে নাই। খান ভাই কোন বেয়াদবেরও পোষক না।মেডিকেল ইস্যুতে মাসুম ভাই জিতে গেল।নেতা কিন্তুু মাসুম ভাই।এবার চলুন যেহেতু মাসুম ভাই জিতে গেল,সেহেতু তার বিরুদ্ধে একটি মানববন্ধন করে আমরা নোংরা রাজনীতির মাঠ সচল রাখি। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
অন্যদিকে সরকার ঘোষিত লকডাউন না মেনে রোববার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা না দেয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় একটি মহল। মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা অংশ নেন।
উদ্ভট পরিস্থিতিতে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নয়, নবনির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হবে। রোববার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সভা শেষে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ এপ্রিল কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল জেলা করোনা প্রতিরোধ কমিটি। এর পরই শুরু হয় বিতর্ক। প্রায় ৬শ কোটি টাকা ব্যয়ে নির্মিত সদ্য চালু হওয়া আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে বাদ দিয়ে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকা জেলা সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার সিদ্ধান্তে মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।