পঞ্চগড়ের বোদা উপজেলার একজন পেশাদার সাংস্কৃিতক কর্মী ও সমাজসেবা অফিসের চতুথ শ্রেণীর কর্মচারী মন্টুদাস আর নেই। তিনি গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে পরোলোগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সন্তান সহ পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মন্টুদাস গান বাজনার একজন পেশাদার সাংস্কৃতিক কর্মী হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। যার ছোয়ায় বোদার সংগীত অঙ্গণ ছিল বেশ সচল। সুরাঞ্জলী সংগীত নিকেতনের পরিচালক ছিলেন। তার এই অসামান্য অবদানের জন্য পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি তাকে গুণিজন সংবর্ধনা প্রদান করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, বোদা রিপোটাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক, উপজেলা সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।