দেশের শীর্ষ তালিকায় থাকা প্রতিদিনের সংবাদ, সংবাদ সংস্থা এফএনএস ও ইউএসএনবিডিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ক্ষতিকর ই-সিগারেটের বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর আগে ই-সিগারেটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেইজে এমন একটি পোষ্ট দেয়ার ঘটনায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’সহ দেশের তামাকবিরোধী বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। যে খবরটি রোববার (১২ এপ্রিল) এসব গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে রোববার সন্ধ্যার পর কোন একসময় গ্রামীণফোন তাদের এই ই-সিগারেটের বিজ্ঞাপনটি প্রত্যাহার করে।
এ ঘটনায় সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল জানান, গত ১০ এপ্রিল সন্ধ্যায় করোনা ভাইরাস নিয়ে জনগণকে সতর্ক করার নামে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ই-সিগারেটের পক্ষে একটি পোস্ট দেয়। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম-লোগো ব্যবহার করা হয়েছিল। মানুষের জীবন ও স্বাস্থ্যহানিকর এমন অপ্রপ্রচারের ঘটনায় গ্রামীণফোনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এসিডিসহ দেশের তামাকবিরোধী প্রায় ২০টি সংগঠন। যে সংবাদটি প্রকাশ হলে গ্রামীণফোনের এমন স্বাস্থ্যহানিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এমন সমালোচনা ও অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত গ্রামীণফোন তাদের অফিসিয়াল পেইজ থেকে জীবন ও স্বাস্থ্যহানিকর এই ইলেক্ট্রনিক সিগারেটের বিজ্ঞাপন অসপারণ করে।
উল্লেখ্য, এই ই-সিগারেট মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাতে তামাকসহ ক্ষতিকর নিকোটিন ও রাসায়নিক পদার্থ রয়েছে। এই ই-সিগারেট সেবন করে পৃথিবীতে তাৎক্ষণিক মৃত্যুর ঘটনাও ঘটেছে অহরহ। ফলে ই-সিগারেটের ক্ষতির ভয়াবহ দিক বিবেচনায় নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের প্রায় ২৩টি দেশে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রাণহানিকর ই-সিগারেটের বিজ্ঞাপন প্রচার করেছিল। যা অত্যন্ত দুঃখজনক। পোস্টে গ্রামীণফোন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এর নাম ও লোগো ব্যবহার করে কৌশলে লিখেছিল যে, ‘কোভিড-১৯ কি বাতাসে ছড়ায় (যেমন- এয়ার কন্ডিশন বা ই-সিগারেটের মাধ্যমে?)’ যা ই-সিগারেটের পক্ষে গ্রামীণফোনের কৌঁসুলি বিজ্ঞাপন ছিল।