মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন কার্যকর হবে। মৌলভীবাজার জেলা প্রশাসন সুত্রে এ তথ্য জানা গেছে।
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আজ মৌলভীবাজারের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি, মৌলভীবাজার এর সভাপতি নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষনা করেন।
জেলা প্রশাসন স্ত্রু জানায়, প্রাণঘাতী করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধকল্পে 'করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, মৌলভীবাজার' এর আজকের (১৩ এপ্রিল) সিদ্ধান্তের ভিত্তিতে প্রাণঘাতী করোনা ( কোভিড-১৯) এর সংক্রমন ঝুঁকি মোকাবেলায় সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে জনসাধারনের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।
সুত্র জানায়, এ জেলায় জনসাধারনের প্রবেশ ও প্রস্তান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে কেউ মৌলভীবাজার জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। এছাড়াও সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।
তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, কৃষি কাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতামুক্ত থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।