প্রাণঘাতি করোনা সংক্রামন রোধে সারাদেশের ন্যায় জামালপুরে লকডাউল চলছে, এমতাবস্থায় পেটের ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে ত্রান বঞ্চিতরা গত ১২এপ্রিল রোববার জামালপুরে ট্রাক আটকিয়ে ত্রান লুটের ঘটনায় ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ১২এপ্রিল সোমবার ৫জনকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-রফিক(৫০), খোরশেদ আলম (২৫), জীবন(২৩), আমির আলী(৩৫) ও সলিমুদ্দিন (২৮)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা বাদি হয়ে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ত্রানবাহী ট্রাক সিংহজানী খাদ্য গুদাম থেকে বের হয়ে বানিয়াবাজার যাওয়ার পথে সচ্ছ ও বাবুর নেতৃত্বে ট্রাক আটকিয়ে মালাসাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রাকে থাকা জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে আসে বলে মামলায় উল্লেখ করেছেন মামলার বাদি।
মামলায় আসামীর তালিকায় সিংহভাগই রয়েছে নিম্নআয়ের মানুষের নাম এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদি কাউন্সিলর জামাল পাশা বলেন,আসামীর তালিকায় নিম্নআয়ের মানুষ থাকলে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। তবে ত্রাণ লুটের ঘটনায় জড়িতরা কার ইন্ধনে ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসনের প্রতি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালেমুজ্জামান বলেন, মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানান।