জামালপুর পৌর এলাকার রশিদপুর ও বাগেরহাটায় ত্রাণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে কর্মহীন হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষরা। গত ১৩এপ্রিল সোমবার দুপুরে পৌর এলাকার রশিদপুর বাজার ও বাগেরহাটা এলাকায় সরকারি ত্রাণ সহায়তা বঞ্চিত কয়েকশ মানুষ এই কর্মসূচি পালন করে। এ সময় ত্রাণ বিতরণনের অনিয়মের অভিযোগ করেন অনেকেই। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামালপুর পৌর এলাকার রশিদপুর বাজারে মানববন্ধন কমৃসুচীতে অংশ নেয় ১০ নং ওয়ার্ডের রশিদপুর, মাইনপুর ও কাজিরআখ গ্রামের সরকারি সহায়তা বঞ্চিত ৩ শতাধিক কর্মহীন অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ।
একই সময় শহরের বাগেরহাটা এলাকায় কর্মহীন ২০০ হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রাকিব হোসেন রাজু ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়। এ সময় সরকারি খাদ্য সহায়তা বঞ্চিত ৫ শতাধিক কর্মহীন অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ সেখানে জড়ো হয়ে তারা ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করে বিক্ষোভ করতে থাকেন। এ ব্যাপারে পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিল রাকিব হোসেন রাজু বলেন, তার ওয়ার্ডে প্রায় ১৫ হাজার অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তিনি মাত্র ৩শত মানুষের জন্য ১০ কেজি চালের প্যাকেট পেয়েছেন। এখানে অনিয়মের কোন ঘটনা ঘটেনি। ত্রাণের অপ্রতুলতার কারণে ঘরে ঘরে ত্রাণ পৌছানো সম্ভব হচ্ছে না। তিনি মানুষের বাঁচাতে বিত্তবানদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।