কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ০৯টি ওয়ার্ডে মঙ্গলবার দুপুর ১২ টায় পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ করোনা ভাইরাস প্রতিরোধে দুস্থদের মাঝে স্থানীয় প্রশাসন এর উদ্যেগে ১৬০০ জন ও নিজ অর্থায়নে ৬০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত প্রতিটি পরিবার ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ৫০০ গ্রাম তৈল, ১টি সাবান, ১ কেজি লবন সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। বাজিতপুর পৌর মেয়র মঙ্গলবার এই প্রতিনিধিকে বলেন সারাবিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৯০টি দেশ লকডাউন চলছে। সেই মুহুতে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে পৌরসভা কাউন্সিলার আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা একত্রভাবে করোনা ভাইরাস থেকে জনগনকে সচেতন করে তুলছেন। তিনি বলেন, এছাড়াও তার নিজ অর্থ্যায়নে সাড়ে চার লক্ষ টাকা বেশি জিনিসপত্র গরীব দু:খীদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান, চেম্বার অফ কর্মাস এর সভাপতি ছানোয়ার আলী শাহ্ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কমকর্তা খলিলুর রহমান পাটোয়ারী।