রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি ঝিনা এলাকায় নিজস্ব অর্থায়নে ৫০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রোববার (১২ এপ্রিল) সকাল থেকে নিজ এলাকায় এগুলো বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্য ছিল ময়দা, ডিম, আলু, সাবান। এর আগেও তিনি শতাধিক গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক বলেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিজস্ব অর্থায়নে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।