পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ অনিক মজুমদার (২৫) নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। আটককৃত অনিক উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামের অসীম মজুমদারের পুত্র।
থানা পুলিশের এসআই আবদুল হালিম জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর ও জেলার সীমান্তবর্তী ব্রীজ আধাঝুড়ি এলাকায় বসে গাঁজা বেঁচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। পরে ওই রাতে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মোহম্মাদ সায়েফ এর ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো ৩ মাসের মোট ৯ মাসের দন্ড প্রদান করেন।