জামালপুরের ইসলামপুর ঢাকার নারায়নগঞ্জ থেকে আগত মৃত নারীর করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো পর পরীক্ষা রির্পোর্টে পজেটিভ করোনার উপস্থিতি পাওয়া গেছে জানিয়েছেন জেলা স্বাস্থ বিভাগ। উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী গৃহবধু আসমা আক্তার(২৮) সে ঢাকার নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসে। গত ১০এপ্রিল জ্বর মাথা ব্যাথা নিয়ে গৃহবধু আসমা আক্তার মারা গেলে তার স্বামী এবং স্বজনরা গোপন রেখে ক্যান্সার ও ঠান্ডা জনিত কারণে মারাগেছে বলে প্রচার করে। এলাকাবাসীদের সন্দেহ হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা স্বাস্থ্য বিভিাগের পক্ষ থেকে মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম এ তাহের জানান- মৃত গৃহবধু পাঠানো রিপোর্টটি পজেটিভ এসেছে। এ উপজেলার এ পর্যন্ত ৩০জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। তার মধ্যে এই প্রথম মৃত নারী করোনা আক্রান্ত হয়ে মারা যায় বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস এই প্রথম পজেটিভ আসছে। তাই মৃত নারীর বাড়ির আশপাশ ৫০টি বাড়ী লক ডাউন ঘোষনা করা হয়েছে।
এবিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান নিশ্চিত করে বলেন,এ জেলার ৭টি উপজেলা থেকে পাঠানো নমুনার মোট ২৪৬জনের রির্পোট পেয়েছি। তার মধ্যে ৮জন সংক্রামিত। এক নারী মারা গেছে। অবশিষ্ট ৭জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।