রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল থেকে কালহাটী গ্রামের ত্রাণ তহবিল কমিটি সদস্যরা এগুলো বিতরণ করেন। কালুহাটী গ্রামে গঠিত ত্রাণ তহবিল থেকে দরিদ্র ৪৫০ জনের মাঝে ১০ কেজি চালসহ পেঁয়াজ, তেল, আলু, ডাল, সাবান, মাস্ক বিতরণ করা হয়েছে। দিন ব্যাপি ত্রাণ তহবিলের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এগুলো বিতরণ করেন। ত্রান বিতরণের আগে কমিটির সদস্যরা এই মহামারী থেকে মুক্তির লাভের আশায় মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন।
এ বিষয়ে ত্রাণ তহবিল কমিটির সদস্য ও কালুহাটী গ্রামের অধ্যাপক আলাউদ্দিন জানান, গ্রামের অসহায় দরিদ্র পরিবারের কষ্ট দেখে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। এই ত্রান তহবিল চালু রয়েছে। কেউ সহযোগিতা করতে চাইলে (০১৭১১-১৩৭৬৭৫ দর্জিত) নম্বরের বিকাশে প্রেরণ করার জন্যও আহবান জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিজস্ব অর্থায়নে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।