রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জে নিউ এ্যাপলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যেগে নিজস্ব তহবিল থেকে চলমান করোন ভাইরাস রোধে জনসচেতনতা মূলক মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সন্ধ্যায় সমিতির কার্যালয়ে মাস্ক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউ এ্যাপলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম। এসময় সমিতির সভাপতির ছেলে সৌরভসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে নিজস্ব তহবিল থেকে ক্রয়কৃত মাস্ক বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিতরণ করেছেন। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা মূলক আরও কর্মসূচী গ্রহণ করা হবে।