গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামে অবস্থিত ‘ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’ নামক পশু খাদ্য উৎপাদন কারখানার ৬ শ্রমিকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১২ এপ্রিল রোববার তাদের পজেটিভ রেজাল্ট আসার পর আক্রান্তদের সকলকে ওই কারখানার ভিতরেই আইসোলেশনে রাখা হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুস সালাম সরকার জানান, গত শুক্রবার উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের ওই কারখানার এক শ্রমিকের দেহে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর কারখানাটি লকডাউন করে শনিবার ৭৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রোববার বিকেলে তাদের মাঝে ৬ জনের রেজাল্ট পজেটিভ আসে। রোববার ওই কারখানার আরো ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।