শ্রীমঙ্গলের সোনাছড়া টিলার গারো পল্লীতে ত্রাণ বিতরন করেছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, শ্রীমঙ্গলের সোনাছড়া টিলার গারো পল্লীতে ৩২টি গারো পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়া হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ত্রান বিতরণের পাশাপাশি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন এবং গারো খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে ইস্টার সানডে'র শুভেচ্ছা জানান।